যুক্তরাষ্ট্রে মামলায় চীন কী বিচলিত হবে!

0

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির জন্য যুক্তরাষ্ট্র যখন ক্রমাগত বেইজিংয়ের দিকে আঙ্গুল তুলছে, তখনই মিসৌরি রাজ্য থেকে চীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও মিসৌরি রাজ্যে করা এমন মামলায় কি বিচলিত হবে চীন! এমন জিজ্ঞাসায় ইউনিভার্সিটি অব শিকাগোর আন্তর্জাতিক আইন বিষয়ক প্রফেসর টম গিন্সবার্গ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা অনেক মানুষকে এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক দিকে দৃষ্টি দিচ্ছেন। মার্কিন সরকারের ভুলত্রুটি ঢাকার জন্য তারা চীন ইস্যুকে ব্যবহার করছে। তবে এমন মামলায় ভয় পাওয়ার খুব সামান্যই কারণ আছে চীনের। কারণ, যুক্তরাষ্ট্রের আদালতে অন্য কোনো বিদেশী সরকারের বিরুদ্ধে মামলা হলে তাতে দায়মুক্তি পাওয়ার নিয়ম আছে মার্কিন আইনে। যদি চীনের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে তাদেরকে যেতে হবে আন্তর্জাতিক প্লাটফর্মে। সেখানে বেইজিং হয়তো সাড়া দেবে। অনলাইন বিবিসি এ খবর দিয়ে লিখেছে, প্রথমত করোনা ভাইরাস যেভাবে মোকাবিলা করছিল চীন তার প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু নিজের দেশে এই ভাইরাস সংক্রমণের কারণে তিনি বেশ চাপে পড়েন। তখনই তিনি চীনকে দায়ী করেন। এ বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। পর্যবেক্ষকরা বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির পাশাপাশি মিসৌরি রাজ্যের করা মামলা শেষ পর্যন্ত এই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে।

Share.