যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য হুমকি: চীন

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলে আসছে। একপক্ষ ইট মারলে অপর পক্ষ পাটকেল মারছে। সাম্প্রতিক মাসগুলোয় এই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যেই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি বলে বর্ণনা করা হয়েছে। যদিও এর আগে যুক্তরাষ্ট্রও এক প্রতিবেদনে বিশ্বে অস্থিতিশীলতার জন্য চীনা সেনাবাহিনীকে দায়ী করে। এ ছাড়া উভয় দেশ একে অপরের কূটনীতিক বহিষ্কারের মিশনে নেমেছে। খবর গার্ডিয়ান।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান গত মার্কিন প্রতিবেদনকে চীনের লক্ষ্য এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে দেশের ১৪০ কোটি মানুষের সম্পর্ক অযৌক্তিকভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বার্ষিক এক প্রতিবেদনে চীনের সামরিক বাহিনীর উন্নতি এবং লক্ষ্য সম্পর্কে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার সুরক্ষার ক্ষেত্রে গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে। কিয়ান বলেন, ইরাক, সিরিয়া, লিবিয়া এবং অন্যান্য দেশে গত দুই দশকে মার্কিন কর্মকা-ের ফলে ৮ লাখের বেশি মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র তথাকথিত প্রতিবেদনে চীনের স্বাভাবিক প্রতিরক্ষা ও সামরিক নির্মাণ সম্পর্কে মিথ্যা মন্তব্য করেছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৫০ পৃষ্ঠার প্রতিবেদনে চীনের সামরিক বাহিনী কৌশলগত সক্ষমতা, মতবাদ এবং চূড়ান্ত লক্ষ্যের ব্যাপারে আলোচনা করা হয়। ওই প্রতিবেদনে চীনের সেনাবাহিনীকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে বর্ণনা করা হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রই বিশ্ব শান্তির জন্য চরম হুমকি।

Share.