যুদ্ধ শুরুর পর প্রথমবার আকস্মিক কিয়েভ সফরে জো বাইডেন

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর তিনদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কিয়েভে আশ্চর্যজনক সফর করেছেন। যুদ্ধ শুরুর মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইউক্রেন সফর। বাইডেন কিয়েভ সফর করার সাথে সাথে ইউক্রেনের রাজধানী জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে, তবে রাশিয়ান ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার কোনও খবর পাওয়া যায়নি। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছিলেন বাইডেন। জেলেনস্কি বলেছিলেন, মার্কিন নেতার সফর ‘সমস্ত ইউক্রেনীয়দের সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন’। ইউক্রেনে হাজির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে হাজির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির জেনারেল স্টাফ তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইউক্রেন জুড়ে ‘খুব বেশি’ রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী আগের দিনে ১০টি ক্ষেপণাস্ত্র ব্যারেজ এবং ২৯টি বিমান হামলার পাশাপাশি ৬৯টি এমএলআরএস হামলা চালিয়েছে। ইউক্রেন বলেছে, শুক্রবার তাদের বাহিনী খারকিভ, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের জনবসতির কাছে রুশ হামলা প্রতিহত করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ছয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজ থেকে উৎক্ষেপণ করা চারটি কালিব্র ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ভূপাতিত করেছে বলে দেশটির বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে।

Share.