যুবাদের প্রস্তুতি ম্যাচে রবিনের সেঞ্চুরি

0

স্পোর্টস ডেস্ক: বিকেএসপিতে নিজেদের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেললো অনূর্ধ্ব-১৯ এর প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যরা। অপরাজিত সেঞ্চুরি করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ওপেনার মফিজুল ইসলাম রবিন। বুধবার (৯ সেপ্টেম্বর) ‘লাল’ এবং ‘নীল’ দু’দলে বিভক্ত হয়ে মাঠে নামে যুবা দলের সদস্যরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান করে লাল দল। অপরাজিত সেঞ্চুরি তুলে নেন ওপেনিং ব্যাটসম্যান রবিন। ১৩ চার এবং ৩ ছয়ে ১২৪ রান করেন তিনি। দলের বাকিদের মধ্যে ফিফটি পেয়েছেন আইচ মোল্লা। একটি করে উইকেট পেয়েছেন নীল দলের কিবরিয়া, আশিক, লিওন এবং সাকিব। পরে, লাল দলের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি নীল দলের কেউই। বোলারদের দাপটে ১৭৪ রানেই থামতে হয় নীল দলকে। দুটি করে উইকেট নিয়েছেন মুশফিক এবং আশরাফুল। এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই অনূর্ধ্ব-১৯ মূল দল ঘোষণা করবে বিসিবি।
এ বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে শিরোপা জিতেছে বাংলাদেশ। আগামী বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে।

Share.