যে তিন বোলার ভুগিয়েছেন তামিমকে

0

স্পোর্টস ডেস্ক: পরিসংখ্যান সাক্ষী, দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই দেশের পক্ষে সর্বোচ্চ রান তামিমের। এমনকি সর্বোচ্চ সেঞ্চুরি, হাফসেঞ্চুরির রেকর্ডটাও তারই দখলে। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ব্যাটিং করেছেন ৩৯৪ ইনিংসে, মোকাবিলা করেছেন অগণিত বোলারদের। কারও বিপক্ষে খেলেছেন খুব আরামে, কেউ আবার ঘাম ছুটিয়েছেন তামিমের। দেশের সফলতম ব্যাটসম্যান হওয়ার পেছনে অনেক শ্রমই দিতে হয়েছে তামিমকে। যাদের বিপক্ষে খেলেছেন তামিম, তন্মধ্যে সবচেয়ে কঠিন বোলার কে ছিলেন? এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, ব্রেট লি থেকে শুরু করে বর্তমান সময় কাগিসো রাবাদা, মিচেল স্টার্কদের মোকাবিলা করেছেন তিনি। তার চোখে কঠিনতম বোলার কে বা কারা? উত্তর মিলেছে তামিমের মুখ থেকেই। বুধবার রাতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে এক ফেসবুক আড্ডায় জানিয়েছেন তিনজন বোলারের নাম। যাদের বিপক্ষে খেলতে বেশ বেগ পেতে হয়েছে তামিমকে। তিনি বলেন, ‘প্রথমত সাইদ আজমলের (পাকিস্তানি অফস্পিনার) কথা বলবো। সে ভয়ঙ্কর একজন বোলার। আমার কোন ধারণা থাকতো না সে কোন সময় কী বল করত।’ আরও যোগ করেন, ‘এরপরে মরনে মরকেলের (দক্ষিণ আফ্রিকান পেসার) কথা বলতে হবে। সে অনেক কঠিন বোলার ছিল। কারণ সে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আসলেই দারুণ বোলিং করতো। বিশেষ করে টেস্ট ম্যাচে সে অনেক কঠিন ছিল বাঁহাতিদের বিপক্ষে।’তৃতীয় বোলার হিসেবে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নাম জানান তামিম। তিনি বলেন, ‘আরেকজন কথা বলবো, রবিচন্দ্রন অশ্বিন। সে এখনও খেলছে। আমি তাঁর বিপক্ষে খেলতে কখনও কখনও দ্বিধায় পড়ে যায়। এই বোলারের বিপক্ষে খেলা আমার কাছে মনে হয়েছে কঠিন।’এর আগে ভক্তদের সঙ্গে করা এক লাইভে নিজের দেখা কঠিন বোলারদের নাম জানিয়েছিলেন সাকিব। তার চোখে সমীহ জাগানিয়া বোলাররা হলেন মুত্তিয়া মুরালিধরন, মরনে মরকেল এবং জোফরা আর্চার।

Share.