রমজানের তৃতীয় দিনে কাতারে রেকর্ড মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: কাতারে রমজানের তৃতীয় দিনে করোনায় একদিনে রেকর্ড নয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্তের সংখ্যাও হাজারের কাছাকাছি। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ চলছে কাতারে। তারপরও ঠেকানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ একদিনে দেশটিতে রেকর্ড মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। শঙ্কা রয়েছে আরো কঠোর বিধিনিষেধ আরোপের।প্রবাসীরা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তারা হতাশার মধ্যে রয়েছেন। কাতারে এই প্রথম সর্বোচ্চ নয়জনের মৃত্যু হলো। একইসঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় ১২ লাখের মতো মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২১ হাজারের বেশি। এখন পর্যন্ত ৪০ জন বাংলাদেশিসহ করোনায় মারা গেছেন সাড়ে তিন শতাধিক মানুষ।

Share.