রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার নথিপত্র গায়েবের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

0

ঢাকা অফিস: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েবের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে পরিকল্পিত নগর গড়ে তোলার দায়িত্বে থাকা সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেন। এর আগে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নথি গায়েবের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে আদালত রাজউক চেয়ারম্যানের ব্যাখ্যা তলব করেন। এ বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।’ গত ২৯ ডিসেম্বর রাজউক থেকে ৩০ হাজার নথি গায়েব শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে বলা হয়, রাজউক সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন-সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে। ঘটনা জানা-জানির তিন সপ্তাহ পরও সরকারি এই সংস্থাটি এ বিষয়ে কোনো তদন্ত কমিটি করেনি।

Share.