রাজশাহীতে চিকিৎসকদের স্যাম্পল ওষুধ মিলল ফার্মেসিতে

0

ঢাকা অফিস: রাজশাহীতে অনিয়মের অভিযোগে ওষুধের দুটি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকায় পাইকারি ওষুধ মার্কেটে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় আনোয়ারা ফার্মেসি থেকে বিপুল পরিমাণ চিকিৎসকদের দেয়া স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। একইসময়ে পাশের মা-বাবা ফার্মেসিতেও স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
পরে আনোয়ারা ফার্মেসিকে ২৫ হাজার টাকা এবং মা-বাবা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংগৃহীত ওষুধ সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে

Share.