রাশফোর্ডের গোলে জয়ে ফিরল ইউনাইটেড

0

স্পোর্টস রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে তুলনামূলক কম শক্তিশালী দল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতেই দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল এরিক টেন এরিক টেন হেগের শিষ্যরা। ম্যাচে জয় একমাত্র গোলটি করেন ইংলিশ তারকা ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। লিগের বর্তমান রানারআপ দল লিভারপুলকে ৭-০ গোল ব্যবধানে হারানোর পর টানা দুই ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্যতে ড্র করার পরের ম্যাচে নিউক্যাসলের কাছে হেরেছে ২-০ গোল ব্যবধানে। ওল্ড ট্রাফোর্ডের জয়ের সন্ধানেই খেলতে নামে ইউনাইটেড। এই ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। পুরো ম্যাচের ৬৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে টেন হেগের শিষ্যরা। আর ব্রেন্টফোর্ডের গোলবারে মোট শট নিতে পেরেছে তিনটি। এতে গোল এসেছে একটি। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র ৩৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে সফররত ব্রেন্টফোর্ডের ফুটবলাররা। আক্রমণেও সুবিধা করতে পারেনি দলটি। ইউনাইটেডের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে কেবল একটি। কিন্তু আসেনি কাঙ্ক্ষিত গোল। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রেখে ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিক ম্যান ইউ। কিন্তু বক্সের মুখ থেকে স্কট ম্যাকটমিনের শট লক্ষ্যে ছিল না। এর ঠিক দুই মিনিট পর আন্তোনির বাঁ পায়ের কোনাকুনি শট দূরের পাশ দিয়ে চলে যায় বাইরে। অতপর ২৭তম মিনিটে আন্তোনির বক্সের বাইরে থেকে নেওয়া ক্রসে মার্সেল সাবিৎজার হেডে পাশে র‌্যাশফোর্ডকে খুঁজে নেন। আর ছয় গজ বক্সের বাইরে থেকে হাফ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। এক গোলে পিছিয়ে থাক ব্রেন্টফোর্ড দ্বিতীয়ার্ধের খেলায় খুব বেশি সুবিধা করতে পারেনি। ফলে সমতায় ফেরাও হয়নি সফরকারীদের। অন্যেদিকে শেষ পর্যন্ত আর গোল পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। ফলে ১-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। ২৮ ম্যাচের তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে নিউক্যাসল। গোল ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল ২৯ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ৭২ পয়েন্ট। আর ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

Share.