রাশিয়ার হামলায় ইউক্রেনের নয় হাজার সেনা নিহত

0

ডেস্ক রিপোর্ট:  রাশিয়ার সামরিক অভিযানে প্রায় নয় হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে প্রায় ছয় মাস উভয় দেশের সেনাদের মধ্যে যুদ্ধ চলছে। গতকাল সোমবার (২২ আগস্ট) ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, ‘ইউক্রেনের বহু শিশুর মানসিক যত্নের প্রয়োজন। কারণ তাদের বাবারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর রুশ সেনাদের হামলায় সম্ভবত প্রায় নয় হাজার সেনা নিহত হয়েছেন।’ দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর এক বিবৃতিতে জানায়, রাশিয়ার প্রায় ৭০ থেকে ৮০ হাজার সেনা সামরিক অভিযানে হতাহত হয়েছে। তবে আল-জাজিরার পক্ষ থেকে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে জাতিসংঘের মতে, সামরিক অভিযানে পাঁচ হাজার ৫৮৭ জন বেসামরিক নাগরিক নিহত ও সাত হাজার ৮৯০ জন আহত হয়েছেন। আর জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মতে, যুদ্ধে অন্তত ৯৭২ জন ইউক্রেনের শিশু হতাহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, ৯৭২ জন শিশু হতাহতের তথ্য তারা নিশ্চিত করেছেন। কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আগামীকাল বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস। একই সঙ্গে রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হবে। যদিও রাশিয়ার সামরিক হামলার শঙ্কায় স্বাধীনতা দিবস উদযাপনের কার্যক্রম স্থগিত করেছে ইউক্রেন।

Share.