রাশিয়ার হামলায় ইউক্রেনের ওডেসা বিদ্যুৎবিহীন লাখ লাখ মানুষ

0

ডেস্ক রিপোর্ট:  রাশিয়ার হামলায় ইউক্রেনের বন্দর নগরী ওডেসা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওডেসা ও আশপাশের এলাকার ১৫ লাখ মানুষ এখন বিদ্যুৎবিহীনভাবে মানবেতর জীবন-যাপন করছেন। সেখানকার পরিস্থিতি খুব কঠিন বলে উল্লেখ করেন জেলেনস্কি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে শনিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। হামলায় সেখানকার প্রায় সকল স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু হাসপাতাল এবং জরুরি স্থানগুলোতে বিদ্যুৎ আছে বলে জানান তারা। কর্মকর্তারা বলছেন, হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো ঠিকঠাক করতে কয়েক মাস সময় লাগতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখবেন বলে প্রকাশ্যে ঘোষণা দেন। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে লাখ লাখ ইউক্রেনীয়কে তীব্র শীতের মধ্যে কষ্ট করতে হচ্ছে। যেসব মানুষ ঘর উষ্ণ রাখতে শুধুমাত্র বিদ্যুতের ওপর নির্ভরশীল তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

Share.