রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ৬ জনের ১০ বছর জেল

0

ঢাকা অফিস: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ৬ জনের ১০ বছর, ৪ জনের পাঁচ বছর, ১ জনের ৩ বছর জেল, আর ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৪ অক্টোবর বুধবার আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায়ের দিন আজ মঙ্গলবার ধার্য করেন। গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হয়। ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এদিকে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার সমাগম বাড়ে। সবার অপেক্ষা কখন হবে বহুল আলোচিত রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়। সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়েছে এ মামলায় কারাগারে থাকা ৬ আসামিকে। আর জামিনে থাকা ৮ আসামি আদালতে আসে আগেই।

Share.