রিয়ালের শিরোপা জয়ে যা বললেন মেসি

0

স্পোর্টস ডেস্ক: করোনা বিরতির পর মাঠে ফিরে দুর্দান্ত খেললেও বেশ কয়েকটি ড্রয়ে শিরোপা থেকে অনেকটা ছিটকে পড়ে বার্সেলোনা। শিরোপার দৌড়ে পিছিয়ে থেকে নিজেদের হারিয়ে ফেলেন কাতালানরা। যার ছায়া দেখা গেছে বৃহস্পতিবার রাতেও। লিগের ৩৭তম রাউন্ডের ম্যাচে ১০ জনের দল ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।আর একই রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য জয় পেলেও সেটি কোনো কাজে আসত না বার্সার।কেননা আগে থেকেই ৪ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের শিরোপার জন্য বাকি ছিল মাত্র ২ পয়েন্ট। এমন হারে হতাশ হয়ে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, রিয়ালের শিরোপা জয়ে এক রকম সহায়তা করেছে বার্সেলোনা। ওসাসুনার কাছে হারের পর ম্যাচপরবর্তী সাক্ষাৎকারে নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে এমনটিই বললেন মেসি।মেসি বলেন, ‘বার্সেলোনার এখন আত্ম-সমালোচনা করার সময় এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে বৈশ্বিকভাবে এ সমালোচনায় অংশ নিতে হবে, শুনতে হবে। আমরা বার্সেলোনা এবং আমাদের সব কিছু জিততে হবে। কিন্তু আমরা তাকিয়েছিলাম রিয়াল মাদ্রিদের দিকে, যা আমরা পারি না। তারা তাদের কাজ করেছে। তবে আমরাও তাদের অনেক সাহায্য করেছি।’ওসাসুনার কাছে হারের বিষয়ে মেসি বলেন, ‘প্রথমার্ধে ওসাসুনা আমাদের চেয়ে বেশ ভালো খেলেছে। আর আমরাও কয়েকটি জায়গায় ভালো খেলিনি। সুযোগ হাতছাড়া করেছি। সে জন্য জয় তাদের হয়েছে। এই মৌসুমে আমরা ধারাবাহিক ছিলাম না। অনেক দুর্বলতা দেখা গেছে আমাদের টিমে।’ লকডাউনের আগে খেলা ২৭ ম্যাচে রিয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু করোনা বিরতির পর মাঠে ফিরে ১০ ম্যাচে বার্সা জিতেছে মাত্র ৬টি, হেরেছে ১টি আর ড্র হয়েছে ৩টি। আর টানা ১০ জয় পেয়ে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ।এতেই শিরোপার লড়াই থেকে পিছিয়ে যায় বার্সা।

Share.