রুমিন ফারহানার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফরোজা

0

ঢাকা অফিস: রুমিন ফারহানার ছেড়ে দেয়া সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি আফরোজা হক। আফরোজা জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। সোমবার (৬ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নেয়ায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আফরোজা হক রীনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিটির (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। গত ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আফরোজা হক। ২ মার্চ বাছাইয়ে মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে সোমবার তাকে বিজয়ী ঘোষণা করেন আবদুল বাতেন। ২০ মার্চ এ আসনের উপনির্বাচনে ভোট হওয়ার শূন্য হওয়া সংরক্ষিত আসনটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ পেলেও ক্ষমতাসীন দলের জোটের শরিককে দেয়া হয়েছে। একাদশ সংসদে জাসদের তিনজন সদস্য রয়েছেন। সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে।

Share.