রোনালদোদের লিগ শুরুয় অনিশ্চয়তা

0

স্পোর্টস ডেস্ক: জার্মানির বুন্দেসলিগায় খেলা শুরু হচ্ছে সামনের সপ্তাহে। ব্যক্তিপর্যায়ের অনুশীলন শুরু হয়েছে স্পেনের লা লিগা,  ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের সঙ্গে ইতালির সিরি’এতেও। লক্ষ্য- জুনে মাঠের খেলা শুরু করা। কিন্তু দলীয় অনুশীলন শুরুর আগেই জটিলতা তৈরি হয়েছে সিরি’এতে।তিনটি ক্লাবের খেলোয়াড়দের করোনা শনাক্ত, একটি ক্লাবের খেলতে অস্বীকৃতি এবং লিগ কর্তৃপক্ষের তৈরি প্রটোকল সরকারের অনুমোদন না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে লিগটিতে। প্রতিযোগিতামূলক ফুটবল শুরু পরে, তার আগে ১৮ মে থেকে নির্ধারিত দলীয় অনুশীলনও এখন আটকে যাওয়ার পথে। স্বাস্থ্য মন্ত্রণালয় বললে তবেই শুরু করা যাবে টিম ট্রেনিং।ইতালির সিরি’এ লিগে বর্তমান জটিলতা তৈরিতে ভূমিকা রেখেছে কমবেশি সব পক্ষই। লিগ কর্তৃপক্ষ শুরু থেকেই দ্রুত খেলায় ফেরার মনোভাব দেখালেও একাধিক ক্লাবের ফুটবলাররা রাজি ছিলেন না। ১ মে সব ক্লাবের মতামত নিয়ে জানানো হয় যে, সবাই খেলতে রাজি। সরকারের পক্ষ থেকে ফুটবলকে ১৮ মের আগে অনুশীলনে মানা করা হলে দুটি দলের কর্মকর্তারা রীতিমতো ক্ষোভও প্রকাশ করেন। দাবি জানান, আরও আগেই যেন মাঠে ফেরার সুযোগ দেওয়া হয়।গত রোববার আকস্মিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন পরদিনই শুরু করা যাবে। এ খবরে দু’দিনের মধ্যে ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া শুরু করেন প্রায় সবক’টি দলের ফুটবলাররা। এ ক্ষেত্রে ধীরে চলো নীতি নেয় এসি মিলান ও ব্রিসিয়া। মিলান সময় নিতে চাচ্ছে সরকারের বিস্তারিত রোডম্যাপ জানার জন্য। আর ব্রিসিয়ার খেলোয়াড়রাই চাচ্ছেন না মাঠে নামতে। ব্রিসিয়া দলটি সিরি’এর পয়েন্ট টেবিলের তলানীতে আছে।এ দলটি ইতালির লোম্বার্ডির ক্লাব, যেখানে প্রায় পনেরো হাজার মানুষ করোনায় মারা গেছেন। ব্রিসিয়ার অধিনায়ক ডেনিয়েল গাস্তাদেলো লিগ চালুর বিরোধিতা করে বৃহস্পতিবার বলেন, ‘আমরা নিরাপদ বোধ করছি না। আমাদের কোনো খেলোয়াড়ই খেলতে সম্মতি দেয়নি। তারা আমাদের মাঠে ফিরে অনুশীলন করতে বলছে, দেড় মাসের মধ্যে ১২টি ম্যাচ খেলতে বলছে। এটা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমি আমার নিজের এবং টিমমেটদের হয়ে বলছি। যদি ট্রেনিং শুরুর কারণে কেউ গুরুতর আহত হয়, তবে কোনো কিছু দিয়েই এর প্রতিদান হবে না। আমরা এখন ভয়ের মধ্যে আছি।’ব্রিসিয়া অধিনায়কের ট্রেনিংয়ের বিরোধিতার দিনই ফিওরেন্তিনা জানায়, তাদের তিন ফুটবলার ও তিন স্টাফ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার আগে সাম্পোদরিয়ার চার ফুটবলার আক্রান্তের খবর বেরোয়। এদিকে আবার লিগ শুরুর জন্য ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসি যে গাইডলাইন তৈরি করেছে, সেটি বৃহস্পতিবারও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। সরকার গঠিত সায়েন্টিফিক কমিটি এফআইজিসির প্রটোকলকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে আরও অদলবদল করতে বলেছে। এমন অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদনের প্রক্রিয়াও আটকে গেছে। সায়েন্টিফিক কমিটির অনুমোদন পেতে বিলম্ব হলে ১৮ মে টিম ট্রেনিংও শুরু হবে না। সেক্ষেত্রে শুরুতেই আটকে যাওয়ার শঙ্কায় পড়বে ইতালির সিরি’এ।

Share.