রোনালদোর রেকর্ডের ম্যাচে পর্তুগালের দুর্দান্ত জয়

0

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে পর্তুগালের প্রথম ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ের সংক্রমণের কারণে গ্যালারিতে বসে দেখেছেন সতীর্থদের লড়াই। তবে সুইডেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরেই রং ছড়ালেন তিনি। প্রথম গোলে ইতিহাস গড়ার পর দ্বিতীয় গোল করে দলকে দারুণ জয় উপহার দিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।গতকাল মঙ্গলবার রাতে ‘এ’ লিগের সি নম্বর গ্রুপের ম্যাচে রোনালদোর জোড়া গোলে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এ নিয়ে চলতি লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল শিরোপাধারীরা। এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছিল পর্তুগাল। ম্যাচের ৬৮ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে আক্রমণ করেছে। ম্যাচে মোট ২১টি শট নেয় পর্তুগাল, যার মধ্যে অন-টার্গেট ছিল আটটি। অন্যদিকে আটবার শট নেওয়া সুইডেনের অন-টার্গেট ছিল মাত্র একটি। ম্যাচের ৪০ মিনিটেই ইতিহাস গড়তে পারতেন রোনালদো। ফার্নান্দোসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি। কিন্তু কর্নারের বিনিময়ে সে শট ফিরিয়ে রোনালদোর অপেক্ষা বাড়ান সুইডেন গোলরক্ষক।পাঁচ মিনিট পরেই নিজের লক্ষ্যে পৌঁছে যান রোনালদো। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে নিজের ১০০তম আন্তর্জাতিক গোল স্পর্শ করেন সিআর সেভেন। ১৬৫ ম্যাচ খেলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ গোল করার কীর্তি গড়লেন জুভেন্টাস তারকা। রোনালদোর আগে ইরানের আলি দায়িই একমাত্র ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। তাঁর আন্তর্জাতিক গোল ১০৯টি। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।  পিছিয়ে যাওয়ার আগ মুহূর্তে ধাক্কা খায় সুইডেন। প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার গুস্তাভ সভেনসন। সেখান থেকে পাওয়া ফ্রি-কিকেই নিজের ইতিহাসগড়া গোল আদায় করে নেন রোনালদো।ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এরপর আর গোল না এলে ২-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।একই গ্রুপের আরেক ম্যাচে নিজেদের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স। এর আগে সুইডেনকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল দিদিয়ের দেশমের দল।‘সি’ গ্রুপে সমান ছয় পয়েন্ট পর্তুগাল ও ফ্রান্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সুইডেন ও ক্রোয়েশিয়া দুদলেরই পয়েন্ট শূন্য।

Share.