শুক্রবার, এপ্রিল ২৬

লকডাউনের কারণে খুবির সব পরীক্ষা স্থগিত

0

 খুলনা প্রতিনিধি: খুলনায় করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২২ জুন মঙ্গলবার থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব পরীক্ষা গ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় খুবির উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে খুবির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুবির বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে আজ বিকেলে রেজিস্ট্রার দপ্তরের জারিকৃত এক অফিস আদেশেও এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, গতকাল শনিবার এক ই-মেইল বার্তায় খুবির সব স্থগিত এবং মাস্টার্স পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু করার কথা জানানো হয়েছিল।

Share.