লকডাউনের মেয়াদ বাড়ল সাতক্ষীরায় আরও এক সপ্তাহ

0

ঢাকা অফিস: করোনার সংক্রমণ মোকাবিলায় সাতক্ষীরায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গত ৫ জুন থেকে শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় সপ্তাহের মেয়াদ আগামীকাল শুক্রবার শেষ হওয়ার পর আগামী শনিবার সকাল থেকে শুরু হবে তৃতীয় সপ্তাহের লকডাউন। সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে জেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, তৃতীয় সপ্তাহের এই লকডাউন কঠোরভাবে মানা হচ্ছে কি না, তা দেখভাল করার জন্য ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা প্রতিরোধ কমিটিগুলোকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা শহরসহ সব উপজেলা সদরে পুলিশ ব্যারিকেড দিয়ে লকডাউনের বিধিনিষেধ মানানোর চেষ্টা চালিয়ে যাবে। একই সময়ে শহরজুড়ে থাকবে ভ্রাম্যমাণ আদালত।সিভিল সার্জন আরও জানান, করোনা রোগী সামাল দিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে উন্নীত করে ২৫০টি শয্যা বসানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত চিকিৎসক জনবল পাওয়া না গেলেও বেশকিছু নতুন নার্স পাওয়া গেছে।ডা. হুসাইন শাফায়াত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত সব করোনা রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।এদিকে, সাতক্ষীরায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৪৭ শতাংশের বেশি। এই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ বছরে সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন এবং উপসর্গ নিয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছে।

Share.