লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

0

ঢাকা অফিস:  ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের তারাব বিশ্বরোড থেকে কর্নঘোপ পর্যন্ত ওই যানজট রয়েছে। অন্যদিকে রাস্তায় রয়েছে শ্রমিক-কর্মচারীদের ঢল। এদিকে সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের জন্য সরকার লকডাউন ঘোষণা করলেও জীবিকার তাগিদে কেউ তা মানছেন না।জানা গেছে, উপজেলার তারাবো পৌরসভা দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৮টা থেকেই যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে লকডাউন বাস্তবায়নে কোথায় পুলিশ টহল ও ভ্রাম্যমাণ আদালত দেখা যায়নি।এই ঘটনার বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ভ্রাম্যমাণ দল মাঠে রয়েছে। আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখছি। মহাসড়কের বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ দেখবে।

Share.