লকডাউন‌‌ ভেঙ্গে সিলেটে আসা ট্রেন ঢাকায়

0

 ঢাকা অফিস: করোনা প‌রি‌স্থি‌তি মোকাবেলায় ঘো‌ষিত লকডাউন ভেঙে সিলে‌টে আসা ট্রেন‌টি ঢাকায় ফিরছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে ট্রেন‌টি রওয়ানা হয় বলে জা‌নিয়েছেন সিলেট রেলও‌য়ে স্টেশন ম্যানেজার খ‌লিলুর রহমান। সিলেট থেকে ১৮ জন স্টাফ নিয়ে রওয়ানা হওয়ার সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না বলে জানান খ‌লিলুর রহমান। তি‌নি বলেন, ঢাকা যাওয়ার পথে ট্রেনটি কোথাও থামবে না। শুধু আখাউড়ায় ইঞ্জিন ঘুরানোর জন্য থামানো হবে। তবে কোনো যাত্রী উঠানামা করানো হবে না। এ‌দি‌কে শ‌নিবার সন্ধ্যায় সি‌লে‌টে আসার পর ট্রেনে যাত্রী ছিল বলে‌ নি‌শ্চিত হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জিস্ট্রেট ও এন‌ডি‌সি এরশাদ মিয়া। ‌সিলেট রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে ট্রেন থেকে ৫৪ জন লোক নামতে দেখা যায়।  সিটিটিভি ফুটেজে স্টাফ বেতনবাহী ট্রেনে সাধারণ যাত্রী আসার সত্যতা প্রমাণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ২৩ জনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা প্রশাসক জানান, সিলেটে আসা ট্রেনের যাত্রী নিয়ে স্টেশন ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথায় অসঙ্গতি রয়েছে। রেলের ২৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ে শনিবার রাতেই সুপারিশ জানানো হয়েছে। শ‌নিবার সন্ধ্যায় শতা‌ধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে দু‌টি ব‌গি ও এক‌টি ইঞ্জিনসহ ট্রেন সিলে‌ট এলে তোলপাড় সৃ‌ষ্টি হয়। রেলও‌য়ে কর্তৃপক্ষ ট্রেনে কোনো যাত্রী নেই বলে দা‌বি করলেও স্টেশনের সি‌সি‌টি‌ভি ফুটেজে যাত্রী নামার দৃশ্য ধরা পড়ে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Share.