লাদাখ সফরে সিন্ধু দর্শন পূজা দিয়েছেন মোদি

0

ডেস্ক রিপোর্ট: সীমান্তে ঝটিকা সফরে গিয়ে লাদাখের নিমুতে সিন্ধু দর্শন পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারের ওই সফরে সামরিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি এ পূজা দেন তিনি।এনডিটিভি জানিয়েছে, প্রতিবছর জুন মাসে পূর্ণিমার দিন সিন্ধু দর্শন উৎসব পালিত হয়। তিন দিনব্যাপী চলা এ উৎসবে সিন্ধু নদীকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে স্বীকৃতি দেয়া হয়।চীনের সঙ্গে চলমান যুদ্ধের আবহে এ বছর তাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর হামলায় ভারতের ২০ জওয়ানের মৃত্যুর পরে শুক্রবার লাদাখে পৌঁছে প্রধানমন্ত্রী এক দিকে সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। অন্য দিকে চীনকে ‘সম্প্রসারণবাদী’ বলে সমালোচনা করেছেন।এছাড়া সংঘর্ষে আহতদের দেখতে সেনা জেনারেল হাসপাতালে যান। নিহত সৈন্যদের সম্মান জানাতে ওয়ার মেমোরিয়ালস হল অফ ফেমও পরিদর্শন করেন মোদি।তবে লাদাখে দাঁড়িয়েও ‘চীন’ শব্দটি উচ্চারণ করেননি মোদি। নাম না করেই চীনের ‘সম্প্রসারণবাদের’ দিকে আঙুল তুলেছেন।মোদি বলেন, সম্প্রসারণবাদের যুগ শেষ। কারো সম্প্রসারণের জেদ চাপলে সে বিশ্বশান্তির পক্ষে বিপদ হয়ে ওঠে। ইতিহাস বলছে এমন শক্তি বরাবরই ধুলায় মিশে গেছে।

Share.