বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

লালমনিরহাটের প্রথম মহিলা এসপি আবিদা সুলতানা

0

ঢাকা অফিস: লালমনিরহাট জেলা প্রথম কোন মহিলা পুলিশ সুপার (এসপি) পদে যোগ দিচ্ছেন। তিনি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক আবিদা সুলতানা। তিনি বর্তমান এসপি এসএম রশিদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। আবিদা সুলতানা ২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে পুলিশ সপ্তাহে চাঁদপুর জেলার তৎকালীন পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম নারী কর্মকর্তা হিসেবে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share.