লিটনকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ দিপু-মুশফিক

0

স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেস্ট দলের স্কিল ক্যাম্প শুরু হয়েছে রবিবার দুপুর থেকে। শনিবার রাতে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ছুটি কাটিয়ে ফিরে রবিবার সকালেই জাতীয় নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন। মূলত আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের দল নিয়েই তারা আলোচনা করেন। তা নিশ্চিত হয়েছে বিকেলে। আফগানদের বিপক্ষে একমাত্র এই টেস্টের জন্য কিছুটা চমক দিয়েছেন নির্বাচকরা। টেস্টেই শুধু নয়, জাতীয় দলের যে কোনো ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও ২০ বছর বয়সী ডানহাতি পেসার মুশফিক হাসান। দু’জনই লঙ্গার ভার্সনে বেশ ভালো সময় কাটাচ্ছিলেন এবং সম্প্রতি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। এছাড়া ফিরেছেন গত ডিসেম্বরে অভিষেক হওয়ার পর ইনজুরিতে ছিটকে যাওয়া জাকির হাসান এবং ইনজুরি কাটিয়ে ওঠা ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এই টেস্ট খেলতে পারবেন না। তাই লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ জনের দল দিয়েছেন নির্বাচকরা। ইংল্যান্ড সফর থেকে ফিরে প্রায় দুই সপ্তাহের ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। এরপর গত ২৯ মে থেকে স্ট্রেংন্থ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় প্রধান কোচ হাতুরুসিংহেকে ছাড়াই। সেই ক্যাম্পে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটাররাই ছিলেন। তবে মুমিনুল হক সৌরভসহ টেস্ট দলের প্রায় ৬/৭ জন ক্রিকেটার খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। সেখানে যে আসন্ন টেস্টের জন্য দল গঠনের নিমিত্তে পরীক্ষা-নিরীক্ষা চলছে তা আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু ২০১৯ সালে একমাত্র মোকাবিলায় আফগানদের কাছে চট্টগ্রামে হেরে যাওয়ার তিক্ত স্মৃতি মাথায় রেখে নির্বাচকরা দাবি করেন, এবার টেস্ট দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। কিন্তু রবিবার দল ঘোষণার পর দেখা গেছে কিছুটা চমক। প্রথমবার কোনো টেস্টে অধিনায়ক হিসেবে লিটনের নাম। সাকিবের আঙুলের ইনজুরির কারণে বেশ আগে থেকেই জানা গিয়েছিল যে, এবার নেতৃত্ব দিতে পারেন লিটন। সেটিই সত্য হয়েছে। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে বদলি হিসেবে অধিনায়কত্ব করেন টি২০ ম্যাচে। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন তামিমের অনুপস্থিতে। এবার দেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে এই ফরম্যাটেও নেতৃত্ব দেবেন আফগানদের বিপক্ষে। একমাত্র টেস্টে নিয়মিত অধিনায়ক ও অলরাউন্ডার সাকিবের পরিবর্তে যেমন অধিনায়ক করা হয়েছে লিটনকে, তেমনি বিকল্প হিসেবে একজন ব্যাটারও নেওয়া হয়েছে। আর সেই সুযোগটা পেয়েছেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটিং অলরাউন্ডার শাহাদাত। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে এবার আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত খেলেছেন। যদিও খুব ধারাবাহিক হতে পারেননি। তাই ঘরোয়া ক্রিকেটে তার ক্যারিয়ারও আহামরি রকমের সমৃদ্ধ নয়। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি তার। ৩৬.১৪ গড়ে রান করেছেন ১২৬৫। গত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬ ইনিংস খেলে মাত্র ১১৫ রান করেন ১৯.৫৮ গড়ে। কিন্তু আরেক লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৫ ইনিংসে ২ ফিফটিতে ১৯৪ রান করেন ৩৮.৭৯ গড়ে। কিন্তু ‘এ’ দলের হয়ে তার পারফর্মেন্স দারুণ। গত ডিসেম্বরে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিলেটে খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। ক’দিন আগে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে খেলেন ৭৩ ও ৫০ রানের দারুণ ধৈর্যশীল দুটি ইনিংস খেলে প্রশংসিত হন। আর মুশফিক এত কম অভিজ্ঞতা নিয়েও সরাসরি টেস্ট দলে জায়গা পেয়েছেন সবচেয়ে বড় চমক হিসেবে। এবার ঘরোয়া ক্রিকেটে তার পারফর্মেন্স ছিল অসাধারণ। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে এ বছর তিনি ৪৯ উইকেট নেন এবং ৩ বার আছে তার ৫ উইকেট। এবার এনসিএল দিয়েই তার লঙ্গার ভার্সনে অভিষেক। অভিষেক মৌসুমেই রংপুর বিভগের হয়ে ৬ ম্যাচে নেন ২৫ উইকেট। এই পারফর্মেন্সের পর তাকে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলে নেওয়ার পর আনঅফিসিয়াল সেই টেস্টে নেন ৩ উইকেট। পরে বিসিএলে ৪ ম্যাচে তার শিকার ছিল ১৬ উইকেট। এরপর এবার উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে মোট ৫ উইকেট নেন তিনি। আর তাই টেস্ট দলে জায়গা পেতে সময় লাগল না তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ গত এপ্রিলে টেস্ট খেলে বাংলাদেশ। তাসকিন সেই দলে থাকলেও ইনজুরিতে ছিটকে যান। এবার ফিরেছেন তিনি। তবে পিঠের ইনজুরি থেকে সবেমাত্র ফেরার কারণে টেস্ট ম্যাচ খেলানো নাও হতে পারে তাকে। সে কারণে দলে তিনি ও মুশফিকসহ আছেন ৫ পেসার। মিরপুরে খেলা হলেও ৫ পেসার নিয়ে দল ঘোষণার মাধ্যমে অনুমান করা যাচ্ছে এবার হয়তো ঘাসে ঢাকা কিংবা স্পোর্টিং উইকেটই গড়া হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে। এছাড়া আইরিশদের বিপক্ষে দলে থাকা ওপেনার সাদমান ইসলাম অনিক না খেলেই বাদ পড়েছেন। জাকির অভিষেকে সেঞ্চুরির পর আঙুলের ইনজুরিতে ছিটকে গেলে দলে ফিরেছিলেন, কিন্তু খেলতে পারেননি। এবার উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সাদমান ভালো করলেও জাকিরকেই ফেরানো হয়েছে। যদিও এই ২৫ বছর বয়সী তরুণ ক্যারিবীয় ‘এ’ দলের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি। সে জন্য দুর্দান্ত শতক পাওয়া জয় টিকে গেছেন দলে। বাংলাদেশ টেস্ট দল ॥ লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

Share.