শতবর্ষী ইসহাক আলীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস: কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টারের ইচ্ছা ছিল একবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পেয়েছেন কুষ্টিয়ার সদরের পশ্চিম আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এই বৃদ্ধ। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে ইসহাক আলীকে গণভবনে ডেকে নেন সভানেত্রী শেখ হাসিনা। এ সময় ইসহাক আলীর সঙ্গে তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু, খসরুর স্ত্রী শাম্মি আক্তার ও নাতনি মাহিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসহাক আলী মাস্টার নিজেই। ইসহাক আলী বলেন, ‘সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় ৪০ মিনিটের বেশি সময় কথা হয়। এ সময় বঙ্গবন্ধুর সঙ্গে কীভাবে দেখা হয়েছিল, সেসব কথা হয়। এ ছাড়াও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজ আসনে যেসব উন্নয়ন করেছেন সে বিষয়ও কথা হয়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গিয়ে নজর কাড়েন কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টার। সেদিন প্রচণ্ড শীত উপেক্ষা করে লাঠিতে ভর করে আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হন তিনি। এরপর গত সোমবার (২৩ ডিসেম্বর) ইসহাক আলী মাস্টার বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপূর্ণ ইচ্ছার কথা জানান।

Share.