শান্তির জন্য ইরাকের মুসলিম-খ্রিস্টানদের এক হতে পোপের আহ্বান

0

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস শান্তি জন্য ইরাকের মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের বৈরিতা দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইরাকে হজরত ইব্রাহিম (আঃ) এর ঐতিহাসিক জন্মভূমি ধ্বংসপ্রাপ্ত উর শহরে আন্তঃধর্মীয় নেতাদের মধ্যেকার এক বৈঠকে শনিবার (৬ মার্চ) তিনি এ আহ্বান জানান।ধর্মীয় ও জাতিগত বিভেদ প্রভাবিত ইরাকে আন্তঃধর্মীয় সহিষ্ণুতা ও ভ্রাতৃত্বের বার্তাকে আরও জোরদার করতে প্রথমবারের মতো দক্ষিণ ইরাকের ধ্বংসপ্রাপ্ত উর শহর ভ্রমণ করেন পোপ ফ্রান্সিস।এসময় ধর্মীয় নেতাদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, স্রষ্টার ইবাদত করা এবং প্রতিবেশীদের ভালোবাসাই হলো প্রকৃত ধর্ম। মুসলিম, খ্রিস্টান, ইহুদী সবার নবী ইব্রাহিমের সন্তান হিসেবে শান্তির জন্য প্রার্থণা করতে, আমাদের উৎসে ফিরে যেতে, স্রষ্টার সৃষ্টির উৎসে, আমাদের ধর্মের জন্মের দিকে ফিরে যেতে উর শহরে একত্রিত হওয়া উপযুক্ত ছিল। শত্রুতা, উগ্রবাদ ও সহিংসতা ধর্মের হৃদয় থেকে জন্ম নেয় না, এগুলো ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

Share.