শান্ত-শ্রাবন্তীর জুটি নিয়ে হাসি ঠাট্টা

0

বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান এবং টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শামীম আহমেদ রনি পরিচালিত ও স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এ জুটির ‘বিক্ষোভ’ সিনেমাটি আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে। তার আগে সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার একটি গান। আফরি আফরি শিরোনামের ওই গানটি গত দুই জুন প্রকাশ হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় দ্বৈতভাবে গানটি গেয়েছেন আকাশ সেন ও তানুজা। সংগীতায়োজন করেছেন গায়ক আকাশ নিজেই। গানটিতে রোমান্স করতে দেখা গেছে শান্ত ও শ্রাবন্তীকে। গত কয়েক দিনে প্রায় ৩০ হাজার দর্শক গানটি দেখেছেন। আকাশ সেনের গানের সঙ্গে দৃষ্টিনন্দন ভিউয়ের প্রশংসা করেছেন সকলে। তবে জুটি হিসেবে শান্ত ও শ্রাবন্তীকে মেনে নিতে পারেননি কেউই। পর্দায় তাদের মা-ছেলের মতো লাগছে বলে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার অনেক দর্শক। জাহাঙ্গীর হোসাইন নামে একজন লিখেছেন, ‘শান্ত খানকে বাদ দিয়ে সেলিম খানকে (শান্তর বাবা) নায়ক বানিয়ে শ্রাবন্তীকে নায়িকা হিসেবে নেওয়া উচিত ছিল।’ হাবিব খান নামের একজন আবার তার মন্তব্যে শ্রাবন্তীকে শান্ত খানের খালা বানিয়ে দিয়েছেন। তানিশা ইসলাম ময়না নামের একজন শাপলা মিডিয়ার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘গানটা সুন্দর কিন্তু শান্ত খানের সঙ্গে অন্য কেউ থাকলে ভালো লাগতো।’ অর্থাৎ শান্ত খানের সঙ্গে শ্রাবন্তীর বয়স এবং দৈহিক গড়নের তফাতের কারণে কেউই তাদের জুটি হিসেবে পছন্দ করেননি। যদিও ‘বিক্ষোভ’ ছবিতে শান্ত খানকে ছাত্র এবং শ্রাবন্তীকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম-রসায়ণ দেখা যাবে। সিনেমার গল্প এগিয়ে যাবে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে। তাই সিনেমার গল্প এবং শান্ত-শ্রাবন্তীর চরিত্র সম্পর্কে না জেনেও সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। এই সিনেমায় শান্ত-শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

Share.