শাস্তি অনিবার্য, পুতিনের কড়া হুঁশিয়ারি

0

ডেস্ক রিপোর্ট: থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাশিয়াজুড়ে। রাজধানী মস্কোসহ দেশটির প্রধান প্রধান শহরে বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। এদিকে, এরই মধ্যে রোস্তভ-অন-ডন শহর দখলে নেওয়ার দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। অন্যদিকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে তিনি বলেছেন, যারা রাশিয়াকে বিভক্ত করছে তাদের শাস্তি দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, যারা রাশিয়ান সোসাইটিকে বিভক্ত করছে তাদের জন্য শাস্তি অনিবার্য। তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যৎ বিপন্নের মুখে। তিনি এই ঘটনাকে তিনি পিঠে ছুরি দিয়ে আঘাত করার সঙ্গে তুলনা করেছেন। প্রিগোজিনের নাম উল্লেখ করে এসময় পুতিন বলেন, কারও কারও উচ্চ উচ্চাকাঙ্ক্ষা উচ্চ রাষ্ট্রদ্রোহিতায় নিয়ে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাবাহিনীর সাথে এক নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়েছে ওয়াগনার গ্রুপ। প্রিগোজিন সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছেন এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। এর আগে, ওয়াগনার প্রধান ঘোষণা দিয়েছেন, তিনি যেকোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন।

Share.