বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

শাহজালালে পার্সেলে মিলল ২৩৫৫ ইয়াবা

0

ঢাকা অফিস:  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পার্সেল থেকে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ৮নং হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পোস্ট অফিসের চার কর্মীকে আটক করা হয়েছে।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাঠানোর উদ্দেশে ইয়াবাগুলো পাচার হচ্ছিল।  ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে নার্কোটিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না।তৌহিদুল-আহসান আরও বলেন, পার্সেলটি যারা পাঠাচ্ছিলেন তাদের ঠিকানা লেখা রয়েছে এর গায়ে।  তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বিমানবন্দর সূত্র জানায়, পোস্ট অফিসের কর্মীদের একটি চক্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিমানবন্দর দিয়ে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে।  এসব নিয়ে এর আগে একাধিক মামলাও হয়েছে।

Share.