বিসিসিআই-এর ভাবনায় ৯ শহরে টি-টোয়েন্টি বিশ্বকাপ

0

স্পোর্টস ডেস্ক: আইসিসির দেয়া সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা টি-টোয়েটি বিশ্বকাপ। কিন্তু দেশটিতে বর্তমান করোনার ভয়াবহ প্রকোপের কারণে সেই ভাবনা থেকে অনেকটা দূরে ঠেলে দিচ্ছে ভারতকে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরও মাঝপথে থামিয়ে দেয়া হয়েছে করোনা মহামারির জন্য। আর এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ আয়োজনের সামনে। এদিকে আইসিসি ভাবছে সংযুক্ত আরব আমিরাতে আসরটি সরিয়ে নেয়ার। তবে আইসিসি-র সিদ্ধান্তের আগে নিজেদের নিজেদের অবস্থান পরিষ্কার করে নিতে চাইছে বিসিসিআই।এ নিয়ে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামী ২৯ মে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর পর ১ জুন বিশ্বকাপ নিয়ে সভায় বসবে আইসিসি।এদিকে বিসিসিআই এর প্রাথমিক ভাবনায় রয়েছে ৯টি শহর। যে শহরগুলোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। শহরগুলো যথাক্রমে আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধর্মশালা এবং লখনউ।বিসিসিআই এরইমধ্যে ৯টি রাজ্যের ক্রিকেট সংস্থাকেও অবগত করেছে যেকোনো মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত করে রাখতে।এ নিয়ে বোর্ডের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ‘‘আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছি। এরজন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোকে জানিয়েও দিয়েছি। তবে করোনা যেকোনো কিছুই পাল্টে দিতে পারে’’

Share.