শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’র চেক হস্তান্তর

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিন লক্ষ ২২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘উদ্দীপন’ মেধাবী শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করছেন। মঙ্গলবার (১৬ মে ) সকাল ১১ টায় পটুয়াখালী ‘উদ্দীপন’ আঞ্চলিক কার্যালয় ২২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব চেক হস্তান্তর করা হয় । চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ‘উদ্দীপন’ জোনাল ব্যবস্থাপক ও সহকারী পরিচালক-১ মোঃ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ‘উদ্দীপন’ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইবাদুল হক শিকদার, দশমিনার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তানবির হোসেন, আমতলীর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, পটুয়াখালীর অঞ্চলের আইটি অফিসার মোঃ রাকিব হোসেন, সদর শাখা ব্যবস্থাপক মোঃ সুমন মোল্লা, মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপক অর্জুন চন্দ্র ঘোষ, দুমকি শাখা ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন ও সদর-২ শাখার ম্যানেজার সামসুন্নাহার প্রমূখ। এছাড়া শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইবাদুল হক শিকদার জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও সরকারি মেডিকেল কলেজের মেধাবী ৬ জন শিক্ষার্থীকে ‘উদ্দীপন”বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ দুই লক্ষ ৫২ হাজার টাকার চেক দেয়া হয়েছে। এছাড়া এইচএসসিতে ভালো রেজাল্ট করছে এমন অসচ্ছল সদস্যদের পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। সব মিলিয়ে উদ্দীপনের পক্ষ থেকে তিন লক্ষ ২২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Share.