শিরিনকে ঠাণ্ডা মাথায় খুন করে ইসরায়েলের সেনারা, আলজাজিরার প্রতিবেদন

0

ডেস্ক রিপোর্ট: আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার সময় সেখানে ফিলিস্তিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষের দাবি করেছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু নতুন এক ভিডিওতে দেখা গেছে, শিরিনকে হত্যার ঠিক আগমুহূর্তে আশপাশের অবস্থা ছিল তুলনামূলক শান্ত ও নীরব। গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন শিরিন। এ সময় এক ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন শিরিন। শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, নতুন প্রকাশিত ভিডিওটি জেনিনের এক বাসিন্দা প্রকাশ করেছেন। তবে সে ভিডিওর সত্যতা যাচাই করছে আলজাজিরা। ভিডিওতে দেখা যায়, শিরিনকে হত্যার আগমূহূর্তে কোনো ধরনের গোলাগুলির শব্দ নেই। এ সময় আশেপাশের পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্ত। এ সময় শিরিনসহ সামনে থাকা কিছু লোককে পেছনের লোকজনের সঙ্গে কথা বলতে ও হাসতে দেখা যায়। প্রেস লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত তার কয়েকজন সহকর্মীকেও এই ভিডিওতে দেখা যায়। সেসময় গুলির শব্দ শুরুর আগে ইসরায়েলি সেনারা যেখানে ছিল, সেদিকে শিরিন ও অন্য সাংবাদিকদের হেঁটে যেতে দেখা যায়। এ সময় সেনারা হঠাৎ গুলি ছোঁড়া শুরু করলে তারা পালাতে শুরু করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিরিনকে সড়কে পড়ে থাকতে দেখা যায়। শুরুতে নিজেদের সেনার গুলিতে শিরিনের নিহতের ঘটনা অস্বীকার করেছিল ইসরায়েল। পরে আন্তর্জাতিক চাপে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে একটি সংবাদপত্র জানায়, ইসরায়েল শিরিন হত্যার তদন্ত করবে না। কারণ ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো তদন্ত হলে ইসরায়েলি সমাজের ভেতরে তা বিরোধিতা সৃষ্টি করবে।

Share.