বুধবার, জানুয়ারী ২২

শিল্পাকে কোটি কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন রাজ!

0

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে কোটি কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সেসব সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফ্ল্যাট এবং বাড়ি স্ত্রীর নামে করে দিয়েছেন রাজ। এই বাড়ি ও ফ্ল্যাটের দাম একত্রে ৩৮ কোটি টাকারও বেশি। যে নথিগুলো অ্যাক্সেস করা হয়েছে তাতে দেখা গেছে, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘ওশান ভিউ’ নামের একটি বিল্ডিংয়ের মোট পাঁচটি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্ট স্ত্রী শিল্পার নামে স্থানান্তরিত করেছেন রাজ। স্বামী-স্ত্রী তাদের বর্তমান ঠিকানা হিসাবে এই বাড়িকেই দেখিয়েছেন। এই সম্পত্তি ট্রান্সফারের জন্য প্রায় দুই কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে রাজ কুন্দ্রাকে। গত ২১ জানুয়ারি হয়েছে সম্পত্তির রেজিস্ট্রি। স্থানান্তরিত এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রতি স্কোয়ার ফুট ৬৫ হাজার টাকা বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কিন্তু হঠাৎ কেন স্ত্রীর নামে এত সম্পত্তি লিখে দিলেন রাজ? প্রশ্ন উঠেছে জনমনে। গত বছর পর্নগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর বলিউডে গুঞ্জন উঠেছিল, নীল ছবির ব্যবসা করেই কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন তিনি। বর্তমানে তিনি সেই মামলায় জামিনে রয়েছেন। তবে স্থায়ী জামিন মেলেনি। চলমান আছে রাজের সেই পর্নোগ্রাফি মামলা। বলিউডে ফিসফাস, ওই মামলায় নিজের ইমেজ ক্লিন করতেই নিজের কোটি কোটি টাকার সম্পত্তি স্ত্রী শিল্পার নামে লিখে দিয়েছেন রাজ। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শিল্পা বা তার স্বামী।

Share.