শুধু ব্যবসা নয়, ক্রিকেটের উন্নয়নেও সঙ্গী ‘মোনাক মার্ট’

0

স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ সফরে থাকা আফগানিস্তান দল ও সদ্য শেষ হওয়া বিপিএলের রানার্সআপ দল ফরচুন বরিশালের জার্সি ভালো করে দেখলে একটা বিষয় অবশ্যই চোখে ধরা পড়বে। তা হলো- দুদলের জার্সির বুকে বড় করে বাংলায় লেখা ‘মোনার্ক মার্ট’। আফগানিস্তান দলের টিম স্পনসর হিসেবে আছে এই মোনার্ক মার্ট, অন্যদিকে ফরচুন বরিশালেরও গোল্ড স্পনসর ছিল মোনার্ক মার্ট। ই-কমার্স তথা অনলাইন শপিংয়ের এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটারদের ব্যবসায় জড়ানোটা নতুন নয় মোটেও। ব্যবসা আছে অন্য দেশের ক্রিকেটারদেরও। বাংলাদেশের ক্রিকেটেই এর উদাহরণ অনেক। তাদের প্রতিষ্ঠান অনেক কিছুর পৃষ্ঠপোষকতাও করে। তবে ক্রিকেট খেলে আয় করা টাকা ব্যবসায় খাটিয়ে আবার ক্রিকেটকেই পৃষ্ঠপোষকতা করার উদাহরণ বোধ হয় খুব বেশি নেই। মোনাক মার্ট দিয়ে আফগান ক্রিকেটকে পৃষ্ঠপোষকতার সেই কাজটিই করলেন সাকিব আল হাসান। তবে নিজের ব্যবসার প্রসারে সাকিব আফগানিস্তানকেই বেছে নিলেন? এ ব্যাপারে চট্টগ্রামে থাকা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের উপপ্রধান মেনহাজ রাজের ভাষ্য, সাকিবের প্রতিষ্ঠান নতুন, আফগানিস্তানও আর্থিকভাবে অসচ্ছল ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে দুই পক্ষের ব্যবসায়িক সম্পর্কে আর্থিক লেনদেনটা খুব বড় অঙ্কের নয়। এখানে একজন ক্রিকেটারের ক্রিকেটের সঙ্গে থেকে নিজের প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানোর চেতনাটাই বেশি কাজ করেছে বলে জানিয়েছেন মেনহাজ। সাকিবের আগে থেকেই আফগানিস্তানের ক্রিকেটে ব্যবসায় জড়িত অধিনায়ক মোহাম্মদ নবী। ‘এমএন ৭’ নামে আফগানিস্তানের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি তার। এই প্রতিষ্ঠানই আফগানিস্তান দলের কিট স্পনসর। অবশ্য আফগান অধিনায়ক যে শুধু সে দেশের ক্রিকেট বোর্ডেরই পাশে আছেন, তা নয়। মেনহাজ বলেন,, ‘নবীর প্রতিষ্ঠান আরও অনেকভাবেই আফগানিস্তানের ক্রিকেটকে সাহায্য করছে। খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে স্পনসর করা, টুর্নামেন্ট স্পনসর, এ রকম অনেক কিছুই ওরা করে।’ মেনহাজ আরও জানান, গত নভেম্বরে বাজারে আসা রশিদ খানের কাপড়ের ব্র্যান্ড ‘আরকে ১৯’ও আস্তে আস্তে এগিয়ে আসছে ক্রিকেটের পাশে, ‘এসিবির সঙ্গে এখনো যুক্ত না হলেও ক্রিকেটারদের নানাভাবে সাহায্য করে রশিদ খানের প্রতিষ্ঠান। ওরা আমাদের গর্ব।’ নবী-রশিদদের সঙ্গে আফগানদের গর্বের এই জায়গাতে এবার যুক্ত হলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও।

 

Share.