শুরু হয়েছে সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা 

0

ঢাকা অফিস: তাবলীগ জামাতের বর্তমান আমির মাওলানা সাদ গ্রুপের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।। সাদ পন্থীদের ইজতেমার আয়োজনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশস্হ আমির মাওলানা ওয়াসেকুল ইসলাম।  গত ১৩ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী বাংলাদেশস্হ আলেমওলেমা গ্রুপের মাওলানা জোবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান শেষে ৪ দিন বিরতি দিয়ে ২০, ২১ ও ২২ জানুয়ারি আরেক গ্রুপ সাদ পন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সাদ পন্থী আমির মাওলানা ওয়াসেকুল ইসলাম বলেন, ইজতেমা ময়দানে ইতিমধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। তারা প্যান্ডেলের নিচে অবস্থান নিচ্ছেন। রাজধানী ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব এজতেমার সাদ গ্রুপের এ আয়োজন। প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশের খুটির উপর চটের সামিয়ানা টানানো প্যান্ডেলের নিচে মুসল্লিরা অবস্থান করছেন। সরজমিনে দেখা গেছে, সাদ পন্থী মুসল্লিরা মাঠের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। সাদ গ্রুপের ইজতেমায় ৬৪ টি জেলার মানুষের অবস্থান নেয়ার জন্য ৮৫টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। মুসল্লিরা ধ্যানে মগ্ন হয়ে মুরব্বিদের বয়ান মনযোগ দিয়ে শুনছেন। সবাই ইবাদত বন্দেগিতে লিপ্ত রয়েছেন। ইজতেমার ৬ উছুল নিয়ে বয়ান হচ্ছে প্রতি মূহুর্তে। আমলও করছেন মুসল্লিরা। দলে দলে মুসল্লিদের ঢল নামছে শুক্রবার সকাল থেকে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লী মাওলানা সাদ গ্রুপের এজতেমায় যোগদান করবেন বলে আশা করছেন সাদ পন্থী শীর্ষ মুরুব্বিরা। আজ শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার বয়ান বাংলায় অনুবাদ করছেন জিয়া বিন কাশিম।

Share.