শেখ হাসিনাকে এরদোগানের ফোন

0

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার রাত সোয়া ১১টায় তাকে ফোন দিয়ে ১০ মিনিট কথা বলেন এরদোগান। এ সময় শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এবিএম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস সচিব জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। একইসঙ্গে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি, যা রান অফ নির্বাচনের পর প্রমাণিত হয়েছে। ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

Share.