শেষের রোমাঞ্চে ইন্টারকে হারাল রিয়াল

0

স্পোর্টস ডেস্ক: পরপর দুবার এগিয়ে গিয়েও স্বস্তি ছিল না রিয়াল মাদ্রিদ শিবিরে। দুবারই সমতায় ফেরে ইন্টার মিলান। ড্রয়ের দিকে দুলতে থাকা ম্যাচটিতে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। শেষ মুহূর্তে বদলি হয়ে নামা তরুণ ফরোয়ার্ড রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে হারিয়েছে জিনেদিন জিদানের দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। দলের হয়ে রদ্রিগোর পাশাপাশি জালের দেখা পেয়েছেন সার্জিও রামোস ও করিম বেনজেমা। প্রতিপক্ষের হয়ে দুটি গোল করেন লাউতারো মার্টিনেস ও ইভান পেরিসিচ।২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এই প্রথম জয়ের দেখা পেল জিদান শিষ্যরা। আগের দুই ম্যাচে ড্র করা ইন্টার এবার প্রথম হারের মুখ দেখল। আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে প্রতিপক্ষের ভুলে ২৫ মিনিটে এগিয়ে যায় বেনজেমা। মাঝমাঠ থেকে গোলরক্ষককে দুর্বল ব্যাকপাস করেন আশরাফ হাকিমি। সেখান থেকে দারুণভাবে বল নিয়ে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বেনজেমা। আক্রমণে ধার বাড়িয়ে খেলা রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ৩৩ মিনিটে। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে দ্বিতীয় গোল করেন রামোস। দুই মিনিটের মাথায় ব্যবধান কমায় ইন্টার। ৩৫ মিনিটে বারেল্লার অসাধারণ পাস ডি-বক্সে পেয়ে ভারানের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন মার্টিনেস।বিরতির পর ফের গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে মার্টিনেসের হেডে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে স্কোরলাইন ২-২ করেন পেরিসিচ।একপর্যায়ে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। তবে শেষ পর্যন্ত আর পয়েন্ট হারায়নি রিয়াল। ৮০ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল ডান দিকে ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বদলি হয়ে নামা রদ্রিগো। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।‘বি’ গ্রুপে দিনের আরেক ম্যাচে শাখতারের মাঠে ৬-০ গোলে জিতেছে মনশেনগ্লাডবাখ। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে শাখতার। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে রিয়াল মাদ্রিদ। আর চারে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২।

Share.