শেষ মুহূর্তে রিয়ালকে বাঁচালেন হ্যাজার্ড

0

স্পোর্টস ডেস্ক:  সেভিয়ার বিপক্ষে জিতলে লা লিগার শিরোপা ছোঁয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু জয় তো দূর, ঘরের মাঠে উলটা সেভিয়ার কাছে হারতে বসেছিল দলটি। শেষ মুহূর্তে গোল করে হার থেকে রিয়ালকে বাঁচালেন এইডেন হ্যাজার্ড।গতকাল রোববার আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার হয়ে গোল করেন ফার্নান্দো ও ইভান রাকিটিচ। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে হ্যাজার্ড ছাড়াও গোল করেছেন মার্কো অ্যাসেনসিও।লা লিগায় ৩৫ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে আছে অ্যাথলেটিকো। গতকাল জিততে পারলে অ্যাথলেটিকোকে ছাড়িয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। ড্র করায় তাঁদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৫। দুইয়ে আছে জিদান শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে আছে বার্সা। অন্যদিকে ৭১ পয়েন্ট নিয়ে চারে আছে শিরোপার লড়াইয়ে থাকা সেভিয়াও।গতকাল বেশি সময় বল দখলে রেখেও খুব বেশি সাফল্য পায়নি রিয়াল। উল্টো ২২ মিনিটে রিয়ালের জালে প্রথম বল পাঠায় সেভিয়া। সতীর্থের ক্রস ধরে হেডে বল ফার্নান্দোকে পাঠান রাকিটিচ। বক্সের বাইরে থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ফার্নান্দো।এরপর বিরতির পর রিয়ালকে সমতায় ফেরান বদলি হয়ে নামা অ্যাসেনসিও। ডি-বক্সে ডান দিক থেকে গোলটি করেন তিনি।সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়াল শিবিরে। ৭৮ মিনিটে ফের এগিয়ে যায় সেভিয়া। এক পর্যায়ে হারের সম্ভাবনা তৈরি হয় রিয়ালের। তবে শেষ দিকে যোগ করা সময়ে গোল করে দলকে হারের মুখ থেকে রক্ষা করেন হ্যাজার্ড।

Share.