রবিবার, নভেম্বর ২৪

শেষ ষোলোয় সুইয়াটেক ও হাদ্দাদ

0

স্পোর্টস ডেস্ক: জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ইগা সুইয়াটেক। তৃতীয় রাউন্ডেও দাপুটে জয় তুলে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন। শনিবার তৃতীয় পর্বের ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সুইয়াটেক ৬-০ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন ওয়াং ঝিনিউকে। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ক্যারিয়ারে এই প্রথম এমন পারফর্মেন্স উপহার দিলেন সুইয়াটেক। গত এক দশকে রোঁলা গ্যারোঁয় মেয়েদের এককে এমন ফলাফল চতুর্থ। ২০১৭ সালের পর প্রথম। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করে ইতিহাস গড়েছেন বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়াও। তৃতীয় পর্বের ম্যাচে তিনি ৫-৭, ৬-৪ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করেন একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে। সেইসঙ্গে দীর্ঘ ৪৪ বছরের মধ্যে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে রোঁলা গ্যারোঁর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়া। তার আগে সর্বশেষ কোনো ব্রাজিলিয়ান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছিলেন প্যাট্রিসিয়া মেদ্রাদো। ১৯৭৯ সালে এই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া মেদ্রাদোর পর আর কোনো ব্রাজিলিয়ান তৃতীয় রাউন্ডের বাধাই অতিক্রম করতে পারেনি। এবার সেই কীর্তি গড়লেন ২৭ বছরের হাদ্দাদ। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ স্প্যানিশ টেনিস তারকা সারা সোরিবেস টোর্মো। তৃতীয় রাউন্ডে যিনি ওয়াকওভার পেয়েছিলেন। বিশেষ করে আসরের অন্যতম ফেভারিট এলিনা রিবাকিনা ইনজুরির কারণে তৃতীয় রাউন্ডের ম্যাচ থেকে সরে দাঁড়ালে কপাল খুলে যায় টোর্মোর। রিবাকিনা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণে শিরোপা ধরে রাখাটা সহজ হয়ে যাবে ইগা সুইয়াটেকের। কেননা, শীর্ষ বাছাই এখন পর্যন্ত দুর্দান্ত গতিতেই ছুটছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়াংকে হারাতে তিনি সময় নিয়েছেন মাত্র ৫১ মিনিট। সেইসঙ্গে রোঁলা গ্যারোঁয় শেষ ১০ ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফলাফল ২৪ জয়ের বিপরীতে হার মাত্র ২ ম্যাচে। তৃতীয় রাউন্ডেও দাপুটে জয়ে দারুণ রোমাঞ্চিত সুইয়াটেক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘পুরো ম্যাচেই যেভাবে আমার ফোকাস ধরে রেখেছি তাতে আমি খুবই খুশি। প্রতিটি ম্যাচেই আগের চেয়ে ভালো করছি সেটাও আমার কাছে দারুণ লাগছে।

Share.