শ্রীমঙ্গলের ভূয়া ডিবি পুলিশ কানু মৌলভীবাজারে আটক

0

ঢাকা অফিস: ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গলের শাওন রায় কানু (৪৫) নামে ভূয়া ডিবি পুলিশ কে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল ষ্টোর থেকে থাকে আটক করা হয়। আটকৃত শাওন রায় (কানু) শ্রীমঙ্গল উপজেলা সন্ধানী আবাসিক এলাকার বিমল রায় এর ছেলে। পুলিশ জানায়, মৌলভীবাজার শহরের আলামিন জেনারেল ষ্টোর এর স্বত্বাধীকারি মোশারফ হোসেনের কাছে ডিবি পরিচয় দেন আটকৃত ব্যক্তি কানু। দোকানে পলিথিনের ব্যবসা করেন এমন অভিযোগ দিয়ে টাকা দাবী করে সে। তার চাল-চলনে সন্দেহ হয় দোকানের মালিকের। একপর্যায়ে পরিচয় সনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষন রায় বলেন, “ভূয়া ডিবি পুলিশ সেজে দোকান থেকে টাকা আদায় করতে চেয়েছিল শাওন রায় কানু । পরে দোকানের মালিক পুলিশকে খবর দেন। আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিখে তার আটকের খবর শ্রীমঙ্গল ছড়িয়ে পরলে তার হাতে বিভিন্ন ভাবে নির্যাতিত ও ভুক্ত-ভুগিরা আনন্দে মিষ্টি বিতরণ করেন বলে জানা যায়।

Share.