শ্রীলঙ্কাকে অস্থায়ীভাবে ২.৯ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ

0

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ঋণদাতা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সংকট-বিধ্বস্ত শ্রীলঙ্কা প্রায় ২.৯ বিলিয়ন ডলার ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। খবর রয়টার্সের। আইএমএফের বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৪৮ মাসের দীর্ঘ ব্যবস্থার রূপরেখা তৈরি করে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার নতুন তহবিল-সমর্থিত কর্মসূচির উদ্দেশ্যগুলো হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণের স্থায়িত্ব পুনরুদ্ধার করা’। চুক্তিটি আইএমএফ ব্যবস্থাপনা এবং এর নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে পূর্বে সম্মত পদক্ষেপগুলো অনুসরণ করে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। ব্যক্তিগত ঋণদাতাদের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিশ্চিত করার পাশাপাশি আইএমএফের জন্য শ্রীলঙ্কার সরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থায়নের নিশ্চয়তাও প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ঋণের স্থায়িত্ব নিশ্চিত করতে এবং অর্থায়নের ব্যবধান ঘনিষ্ঠ করার জন্য শ্রীলঙ্কার ঋণদাতাদের কাছ থেকে ঋণ ত্রাণ এবং বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হবে।’ আইএমএফ কর্মসূচির লক্ষ্য হবে রাজস্ব একীকরণে সহায়তা করার জন্য সরকারের রাজস্ব বাড়ানো, জ্বালানি ও বিদ্যুতের জন্য নতুন মূল্য নির্ধারণ, সামাজিক ব্যয় বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করা এবং দেশের ক্ষয়প্রাপ্ত বৈদেশিক রিজার্ভ পুনর্গঠন করা। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের সর্বনিম্ন রাজস্ব স্তরের একটি থেকে শুরু করে প্রোগ্রামটি বড় কর সংস্কার বাস্তবায়ন করবে। এই সংস্কারগুলোর মধ্যে ব্যক্তিগত আয়করকে আরও প্রগতিশীল করা এবং কর্পোরেট আয়কর ও ভ্যাটের জন্য করের ভিত্তি প্রসারিত করা অন্তর্ভুক্ত।’ শ্রীলঙ্কাকে প্রায় ৩০ বিলিয়ন ডলার ঋণ পুনর্গঠন করতে হবে। পাশাপাশি জাপান, ভারত ও চীনসহ অন্যান্য প্রধান ঋণদাতাদের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ব্যাংক এবং সম্পদ ব্যবস্থাপকদের সঙ্গে একটি চুক্তি করতে হবে যারা তার ১৯ বিলিয়ন ডলার মূল্যের সার্বভৌম বন্ডের সিংহভাগ ধারণ করে, যা এখন ডিফল্ট হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে ঋণে জর্জরিত দেশটি আইএমএফ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত চেয়েছে।

Share.