শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন

0
ডেস্ক রিপোর্ট:  শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের উদ্দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও উপস্থিত রয়েছেন। গত মে মাসে জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন মাহিন্দা। আজ গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে মোট ভোটের এক-তৃতীয়াংশ ভোট পেতে হবে। ভোটাভুটি শুরুর আগে পার্লামেন্টের স্পিকার ও সেক্রেটারি জেনারেল সংসদ সদস্যদের দায়িত্ববান আচরণের আহ্বান জানান। এছাড়া, নিজেদের ব্যালট পেপার অন্য কাউকে প্রদর্শনের বিষয়েও সতর্ক করেন। আর ব্যালট বক্সের ভেতরে মোবাইল ফোন নেওয়া থেকে সংসদ সদস্যদের বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে স্পিকার সংসদ সদস্যদের বলেন, অন্য কাউকে ব্যালট পেপার প্রদর্শন ও এর ছবি তোলা শপথ ভঙ্গের শামিল। মূলত কয়েকটি দল নিজেদের সংসদ সদস্যদের ব্যালট পেপারের ছবি তোলার নির্দেশনা দিয়েছিল। যেন তারা অন্য কাউকে ভোট দিতে না পার। এ সংবাদ প্রকাশের পরই ব্যালট বক্সের ভেতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ করেন স্পিকার। প্রেসিডেন্ট নির্বাচনে তিন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও ক্ষমতাসীন দলের দুল্লাস আলাহাপেরুমার মধ্যে। আর বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার দলের অনুরা কুমারা দিসানায়েকের জয়ের সম্ভাবনা খুবই কম। কারণ সংসদে তার দলের মাত্র তিনটি আসন রয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত নির্বাচনে জিততে টেলিফোনে ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে এমপিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন রনিল। এ ছাড়া, অনেক এমপি তাকে সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। বিপরীতে দুল্লাস আলাহাপেরুমাও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পার্লামেন্ট ভবনের চারপাশে কড়া সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী।
Share.