শ্রীলঙ্কায় সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট: স্পিকার

0

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার সংবিধান অনুসারে আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। দ্য ডেইলি মিরর জানায়, শুক্রবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ (শুক্রবার) শপথ গ্রহণ করবেন বলেও জানান স্পিকার। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত রনিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য গত ১৩ জুলাই রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন স্পিকার। শ্রীলঙ্কার সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদত্যাগ করলে তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন প্রধানমন্ত্রী। আর যদি প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন সেক্ষেত্রে পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে অর্থনীতির নাজুক পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য জনগণের তীব্র আন্দোলনের মুখে গ্রেপ্তার এড়াতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নৌবাহিনীর সামরিক বিমানে করে গত বুধবার ভোরে (স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে) মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। পরে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষীসহ সিঙ্গাপুরে পৌঁছান তিনি। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে স্পিকারের নিকট গতকাল বৃহস্পতিবার পদত্যাগপত্র পাঠান গোতাবায়া রাজাপক্ষে। তবে সিঙ্গাপুর থেকে গোতাবায়ার পরবর্তী গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, গোতাবায়া সিঙ্গাপুর থেকে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।

Share.