শ্রেষ্ঠত্বের মুকুট বেঞ্জামার মাথায়

0

স্পোর্টস রিপোর্ট: প্রত্যাশিতভাবে ২০২১-২২ মৌসুমে উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড করিম বেঞ্জামা। বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তান্বুলে ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ী হিসেবে বেঞ্জামার নাম ঘোষণা করা হয়। সবার সেরা হওয়ার পথে সময়ের অন্যতম সেরা এই ফুটবলার পেছনে ফেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও ক্লাব সতীর্থ আরেক বেলজিক গোলরক্ষক থিবো কুর্তোয়াকে। ক্যারিয়ারে এই প্রথমবার বর্ষসেরা হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে বেঞ্জামা বলেন, আমি খুব খুশি। এই অর্জন গৌরবের। তবে আমার এই অর্জনের জন্য সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। তারাও এই সাফল্যের সমান অংশীদার। অন্যদিকে বেঞ্জামার মতো রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি জিতেছেন বর্ষসেরা কোচের এ্যাওয়ার্ড। রিয়াল বস পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিওলা ও লিভারপুলের জার্গেন ক্লপকে। মহিলা বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরার খেতাব জিতেছেন বার্সিলোনা তারকা এ্যালেক্সিয়া পুটেলাস। আর ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দলকে ইউরো শিরোপা এনে দিয়ে বর্ষসেরা নারী কোচের খেতাব জিতেছেন হল্যান্ডের সারিনা ওয়েগম্যান।

Share.