ডেস্ক রিপোর্ট: মুসলমান ধর্মাবলম্বী হয়েও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) সংস্কৃত বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দিয়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন ড. ফিরোজ খান। গত নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরে গত সোমবার (৯ ডিসেম্বর) পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কলা অনুষদে যোগ দিয়েছেন ওই শিক্ষক। ফিরোজ খান সংস্কৃত বিভাগ ছাড়ার পর মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। গত ৬ নভেম্বর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিদ্যা ধর্ম বিজ্ঞান (এসভিডিভি) বিভাগে যোগ দেন ড. ফিরোজ খান। পরদিন থেকে ধর্মীয় কারণে তার বদলির দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একাংশ। এই দাবিতে উপাচার্যের বাসবভনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। ওই আন্দোলনের জেরে সোমবার (৯ ডিসেম্বর) এসডিভিডি থেকে পদত্যাগ করেন ড. ফিরোজ খান। ফিরোজ খানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর উপাচার্যের কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায়, তাদের উল্লাস করতে দেখা গেছে। মঙ্গলবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাজেশ কুমার সিং জানান, কলা অনুষদে যোগ দিয়েছেন ড. ফিরোজ।
সংস্কৃত বিভাগ ছাড়তে বাধ্য হলেন ভারতের সেই মুসলিম শিক্ষক
0
Share.