‘সন্দেহ, অবিশ্বাস তৈরি হতেই পারে’

0

স্পোর্টস ডেস্ক: প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। কেন নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি সেটা সবারই জানা। জুয়াড়ির প্রস্তাব গোপন করায়। জুয়াড়ি সাকিবের সঙ্গে তিনবার যোগাযোগ করেন। সাকিব সেসব আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে বা বিসিবিকে জানাননি উল্টো দেখা করারও আগ্রহ প্রকাশ করেছিলেন জুয়াড়ি দীপক আগরওয়ালের সঙ্গে। কোনো ধরনের ফিক্সিংয়ের অভিযোগ ছিল না সাকিবের বিরুদ্ধে, তবুও তাকে পেতে হয়েছে শাস্তি। এই ব্যপারটাই সাকিবের কাছে অস্বস্তির। তিনি মনে করেন, সতীর্থদের সন্দেহ জাগতেই পারে তাকে নিয়ে। যদিও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের আশা, সতীর্থরা তাকে স্বাভাবিক ভাবেই নেবে। বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত ও সাংবাদিকদের বাচাই করা প্রশ্নের উত্তর সেন সাকিব। সেখানে তার প্রতি প্রশ্ন রাখা হয়, সতীর্থরা আগের মতো সাকিবকে বিশ্বাস করবে কী না। এমন প্রশ্নে সাকিব এমনটা একেবারেই উড়িয়ে দেননি তবে প্রত্যাশা, লম্বা সময়ের সম্পর্কের কারণেই আগের মতো থাকবে সব কিছু। ‘একটু কঠিন প্রশ্ন। আসলে কার মনের ভেতরে কী আছে, বলাটা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। তবে যেহেতু নিয়মিতই আমার সবার সঙ্গেই যোগাযোগ ছিল, কথাও হয়েছে, আশা করি, এই জায়গাতে সমস্যা হবে না। তবে আপনি যেটা বললেন, করতেই (সন্দেহ) পারে। সেটা নিয়ে আফসোস করব না। তবে ঘটনাটাই এমন, যে কারো মনের কোণে একটা সন্দেহ জাগতেই পারে। আমার সবার প্রতি বিশ্বাস ছিল। সেটা থাকবে।’ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসার আগেও সাকিবের অপেক্ষায় ছিল সতীর্থরা। নিষেধাজ্ঞা শেষ হবার দিনও সতীর্থরা স্বাগত জানান সাকিবকে। তিনি তাই ভাবতেই পারেন, অবিশ্বাসের প্রশ্নই আসে না।

Share.