সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই আমেরিকার মূল কাজ: পররাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা অফিস: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলমান যুদ্ধের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘকে উপেক্ষা করে কোনো কোনো দেশ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছে। ফলে বাংলাদেশের মতো ছোট দেশগুলো বিপদে পড়ছে। রুশ-ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলছে। আমি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাই।’ আমেরিকাকে যুদ্ধ প্রিয় দেশ উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই আমেরিকার মূল কাজ। যুদ্ধ ছাড়া তাদের অর্থনীতি সচল নয়।’

Share.