সাংবাদিকের ওপর হামলার ব্যবস্থার আশ্বাস আইজিপির

0

ঢাকা অফিস: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে খবর সংগ্রহ করতে এসে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক আহতের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এমন কোনো ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তের নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। সাংবাদিকদের উপর হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তের এখনই নির্দেশ দিচ্ছি। এসময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভোটাররা কেন্দ্রে আসতে বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন প্রার্থীর এমন অভিযোগ সম্পর্কে আইজিপি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও এমন চিত্র আমার চোখে পড়েনি। যারা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলাম।

Share.