সাঈদীর মুক্তি আন্দোলনের নেতা নুরুল কবির গ্রেফতার

0

ঢাকা অফিস: মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মুক্তি আন্দোলনের নেতা অধ্যক্ষ নুরুল কবির(৫৭)কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। গ্রামের বাড়ি উপজেলার ২নং বারৈয়াঢালা সাবদিনগর এলাকার হলেও দীর্ঘদিন উনি সীতাকুণ্ড পৌরসদর সোবহানবাগ এলাকায় নিজেই বাড়ি করে বসবাস করে আসছিলেন। ২০১৩-১৪ সালেও তিনি নাশকতায় সক্রিয় ভুমিকা পালন করায় মামলা পরবর্তী একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তিনি সাঈদী মুক্তি আন্দোলন নেতা ও উপজেলা জামায়াতের ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। সোমবার দিবাগত রাতেই বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলামের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেন। গত ২মে সাঈদীর মুক্তি দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তি চেয়ে নিজের অনুভুতি ব্যক্ত করেন এবং অন্যদেরও উস্কানি প্রদান করেন। এরপর ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ শুরু করেন উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘সরকারি চাকরি করে একজন শিক্ষক সরকারবিরোধী স্ট্যাটাস কীভাবে দেন?’ বিষয়টি তারা আইন-শৃঙ্গলা বাহিনীসহ সকল সংস্থাকে অবহিত করেন। নুরুল কবির ২০১৩ সালেও সাঈদী মুক্তি আন্দোলনের সীতাকুণ্ড উপজেলার সমন্বয়ক ছিলেন বলেও দাবি করেন।’ সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। আমরা সাইফুল ইসলাম নামে একজনের করা আইসিটি মামলায় তাকে আটক পরবর্তী গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্র্রেরণ করেছি।’

Share.