সৌদি আরবে কথিত হিজরত চেষ্টা, ১৭ জন গ্রেপ্তার

0

ঢাকা অফিস: এই রমজানেই ইমাম মাহাদী আসবেন।প্রথম ৩১৩ সেনার তালিকায় নাম ঢোকাতে যেতে হবে সৌদি আরব। প্রকৌশলী সৈয়দ মোস্তাক মো আরমান খানের এই আহ্বানে সাড়া দিয়ে একদল আগেই দেশ ছেড়েছিল। আরেকদল আগেই ধরা পড়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের হাতে।পৃথিবী বিলয়ের আগে তা অনাচারে পূর্ণ হয়ে যাবে। সে সময় দাজ্জাল নামে এক ব্যক্তির আবির্ভাব হবে, যিনি নানারকম ভেলকিবাজি দেখিয়ে মুসলিমদের ঈমান নষ্ট করবেন। সমাজ যখন ধ্বংসের মুখে পতিত হবে তখন ঈমাম মাহাদীর আর্বিভাব হবে। দাজ্জালের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই বিশ্বাসে বিশ্বাসী বলে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিগোষ্ঠীর অনুসারী ও জামায়াতপন্থী বক্তারা এই কথাটা বারবার প্রচার করছেন যে ঈমাম মাহাদীর আবির্ভাব ঘটেছে। এর আগেও এমন অনেক প্রচার ছিল।কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার সাইফুল ইসলাম এক বার্তায়  বলেন, ১৭ জনের একটি দলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ দলে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। ওই দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।দলটিতে ছাত্ররা ছাড়াও সরকারি হাসপাতালের একজন চিকিৎসক, চারজন প্রকৌশলী ও কৃষিবিদ রয়েছেন বলে জানান তিনি। গত ৪ মে কাকরাইল থেকে যে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন তাঁরা হলেন, মো. হায়দার আলী (৪৪), মোঃ মাহমুদুল হাসান ওরফে মাসুম, মোঃ জামিরুল ইসলাম (২৪), মোঃ বিল্লাল হোসেন (৩৮), মোঃ শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মোঃ ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মোঃ সাইফুল ইসলাম (২৫), মোঃ মোজাম্মেল হক (৩৩), মোঃ শাহজালাল(৩৪), মোঃ আক্তারুজ্জামান (৩০), মোঃ মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মোঃ আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মোঃ সোহাইল সরদার (৩৩), মোঃ ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মোঃ মাজেদুল ইসলাম ওরফে মুকুল ( ২৮) ও মোঃ সোহাগ হাসান (২০)।এই সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১৯টি মুঠোফোন, ২ লাখ ৩৪ হাজার বাংলাদেশি টাকা ও ৯২২ আমেরিকান ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। অভিযানে নেতৃত্ব দানকারী অঅিতিরিক্ত উপকমিশনার তহিদুুল ইসলাম জানান, প্রকৌশলী সৈয়দ মোস্তাক বিন আরমান বাংলাদেশ থেকে ২০১৭ সালে সৌদি আরবে যান এবং সেখানে অবস্থান করছেন। তিনি ঈমাম মাহাদীর সৈনিক হিসেবে নিজেকে উপস্থাপন করেন এবং এবং গাজওয়াতুল হিন্দ নামক জায়গায় মুসলিমদের পক্ষে জিহাদ করার আহ্বান জানিয়ে অডিও ভিডিও প্রকাশ করেন।গ্রেপ্তারকৃতরা এই সৈয়দ মোস্তাক বিন আরমানের সঙ্গে যোগাযোগ করেন এবং ঈমাম মাহাদীর সৈনিক হিসাবে যুদ্ধের প্রস্তুতি নিতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন। গ্রেপ্তাারকৃতরা জানান তাঁরা সৈয়দ মোস্তাক বিন আরমান এর সাথে যোগাযোগ রাখতেন এবং গত মার্চ মাসের মাঝামাঝি সময় তারা তথাকথিত হিজরতের সিদ্ধান্ত নেন।দলটির পরিকল্পনা ছিল তাবলিগ-জামায়াত পরিচয়ের আড়ালে সাতক্ষীরা বা বেনাপল সীমান্ত দিয়ে তারা ভারত-কাশ্মীর সীমান্ত হয়ে সৌদি আরব পৌঁছাবে। তাদেরকে বলা হয়েছিলো করোনার দূর্যোগে আকাশ থেকে একধরনের গজব নেমে আসবে এবং সমস্ত কিছু ধোঁয়াছন্ন হয়ে যাবে তখন সীমান্তে কোন পাহারা থাকবেনা। ঈমানদারদের শুধু হালকা কাশি হবে। এই সময় তারা যেন চলে আসেন। এই বিশ্বাস নিয়ে গত ১৮ মার্চ তারা প্রথমে সাতক্ষীরা ও পরে যশোর সীমান্তের কাছে বিভিন্ন মসজিদে অবস্থান করে। এসব কিছুই না ঘটায় তারা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে পার হতে ব্যর্থ হয়। পরে ঢাকা হয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।তোহিদ বলেন, সৈয়দ মোস্তাক বিন আরমানের প্ররোচনায় এবং তার সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র গত জানুয়ারি মাসে ওমরা করতে গিয়ে আর ফিরে আসেননি।এছাড়াও বিভিন্ন সময় সা’দ, কাউসার, শরীফ, তোফাজ্জল, গিয়াসউদ্দিন, আলী আজম এবং রাশেদ নামে আরও ৭ জন ঈমাম মাহাদির সৈনিক হিসেবে যোগদানের উদ্দ্যেশে সৌদি আরব হিজরত করেছেন বলে গ্রে প্তারকৃতরা জানিয়েছেন।

Share.