রবিবার, নভেম্বর ২৪

সাদুল্যাপুর লক ডাউনের খবরটি সঠিক নয় জানালেন জেলা প্রশাসক

0

ঢাকা অফিস: ফেসবুকে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা লক ডাউন করার ঘোষনার বিষয়টি সঠিক নয় মর্মে এ বিষয়ে আজ ২২ মার্চ সন্ধ্যায় জেলা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল মতিন সাংবাদিকদের জানান, জেলার সাদুল্যাপুর উপজেলায় আমোরিকা থেকে আসা মা-ছেলের শরীলে করোনা সংক্রমন দেখা দিয়েছে। তারা গত কয়েক দিন আগে দেশে ফেরেন। গতকাল গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার হবিল্লাপুর গ্রামে বিয়ের দাওয়াত অনুষ্টান ও উপ নিবাচন দেখতে আসেন তারা। তিনি আরো বলেন, মা ছেলে ও যে বাড়ীতে এসেছিলো সে পরিবারটির সদস্যদেরকে বতমানে হোমকোয়ারন্টনে রাখা হয়েছে। সাদুল্যাপুর উপজেলা লক ডাউনের খবরটি সঠিক নয়। গাইবান্ধা জেলার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জেলা শহরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ জন বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে বিকেলে পৌর পাক লক ডাউন করেছে গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। অন্যদিকে সাদুল্যাপুর উপজেলা লক ডাউনের চিঠি প্রেরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক আব্দুল মতিন।

Share.